বলীপাড়া ইউনিয়নের হাট- বাজার একটি মাত্র। উক্ত হাট বাজারে ২টি বারকে বাজার বার হিসেবে ঘোষণা করা হয়েছে। যথা- ১। শনিবার- বড় হাট বাজার বার ও ২। মঙ্গলবার- ছোট হাট বাজার। শনিবার বাজারের অত্র এলাকার প্রায়শই এলাকার অধিবাসী বিভিন্ন ধরণে কৃষিজ ফসল বাজারে বিক্রি উদ্দেশ্যে আনা হয়। এ শনিবারে বিভিন্ন এলাকা থেকে খুচরা ও হকার বিক্রেতাগণ বিভিন্ন পন্য এনে জনগণের অফুরন্ত ভোগসামগ্রীর চাহিদা পুরণ করে। তবে, মঙ্গলবার বাজার বার সাধারণত বাহির হতে বিক্রেতাগণ তেমন আসেন না। সেদিন তরকারি, সবজি ইত্যাদি সবজি জাতীয় দ্রব্য স্থানীয় বিক্রেতাগণ বিক্রি করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস