বলীপাড়া ইউনিয়ন ঠিক মধ্য জায়গা জুড়ে সাংগু নদী অবস্থিত। এ সাংগু নদীটি বাংলাদেশ ও মায়ানমারের শেষ সীমানা হইতে ছোট্ট আকারে পানি প্রবাহ সৃষ্টি। এটি থানছি উপজেলার (১) রেমাক্রী ইউনিয়ন, (২) তিন্দু ইউনিয়ন (৩) থানছি সদর ইউনিয়ন ও (৪) বলিপাড়া ইউনিয়ন জুড়ে অবস্থিত। এ নদী থাকার কারণে অত্র বলীপাড়া ইউনিয়নবাসী পানির অফুরন্ত চাহিদা মিটানো সক্ষম হয়েছে।
তাছাড়া, বলীপাড়া ইউনিয়নের চেমা নামে খাল রয়েছে। এটি রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের সীমান হইতে আগত। এ খাল থাকার কারণে অত্র বলীপাড়া ইউনিয়নাধীন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডবাসীগণ তাঁদের প্রয়োজনীয় কৃষিজ জমিতে পানি সেচ ও গৃহস্থালি পানি চাহিদা মিটাতে সক্ষম হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস