Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বলীপাড়া ইউনিয়নের অতিবৃষ্টির দরুন বাগান পাড়ার গ্রামে ১০টি ঘর-বাড়ী ও ১টি বেসরকারি স্কুল এবং হিন্দু পাড়ায় ৩টি ঘর প্লাবিত।
Details

টানা ৫দিনের বৃষ্টিপাতের কারণে বলীপাড়া ইউনিয়নের বাগান পাড়ার গ্রামে ১০টি ঘর-বাড়ী ও ১টি বেসরকারি স্কুল এবং হিন্দু পাড়ায় ৩টি ঘর এ পর্যন্ত প্লাবিত হয়ে গেছে । ঘর  বাড়ী প্লাবিত লোকরা বর্তমানে বলীপাড়া ইউনিয়ন পরিষদ ভবণ, বলীপাড়া বাজার উচ্চ বিদ্যালয়, বলীবাজার সরকারি প্রা: বিদ্যালয় ও আত্নীয় স্বজনদের বাড়ীতে অাশ্রয় নিচ্ছেন। তাঁদের জন্য জরুরী খাদ্য নিরাপত্তা ও চিকিৎসার সামগ্রী পৌছানো দরকার। নতুবা বিভিন্ন রোগ ব্যাধি ও অনাহার সৃষ্টি হতে পারে। বর্তমানে বলীপাড়া- বান্দরবান সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সরেজমিনে বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাশৈচিং মারমা ক্ষতিগ্রস্তদের দেখা করেছেন এবং সাবির্ক সহযোগিতা আশ্বাশ দিয়েছেন।

Images
Attachments
Publish Date
30/11/0000
Archieve Date
18/09/2021