Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

At a glance

বলীপাড়া ইউনিয়ন বান্দরবান জেলায় থানচি উপজেলার শান্ত শৃঙ্খলাবদ্ধ অন্যতম একটি ইউনিয়ন। এ ইউনিয়ন পরিষদ বান্দরবান পাবর্ত্য জেলা সদর হতে প্রায় ৬০ কিঃ মিঃ দুরত্বে অবস্থিত। বলীপাড়া ইউনিয়ন পরিষদ হতে থানচি উপজেলা সদরের দুরত্ত্ব প্রায় ২০ কিঃ মিঃ। এ ইউনিয়নের ৩৬১নং থাইক্ষ্যং মৌজা ও ৩৫৯নং সেকদু মৌজা, ২টি মৌজা নিয়ে গঠিত। এর জনসংখ্যা প্রায় ৭৪৫০ জন। এ ইউনিয়নের আয়তন প্রায় ৮৩.৯৭ বর্গ কিলোমিটার (৩২ বর্গমাইল)। এ ইউনিয়নের মোট জমির পরিমাণ ২০,৭৫০ একর। এ ইউনিয়নের ৩টি মসজিদ, ১টি মন্দির, ৯টি কেয়াং, ১৪টি গীর্জা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১টি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত পাড়া কেন্দ্র ২৬টি, উচ্চ বিদ্যালয় ১টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১টি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১টি এবং ২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।