আগামী ৯সেপ্টেম্বর ২০১৪ ইং তারিখে বলীপাড়া ইউনিয়নের বলীপাড়া সরকারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে “সম্প্রীতি বন্ধন ফুটবল টুর্নামেন্ট-২০১৪” এর কমলা বাগান পাড়ার ইয়ং ষ্টার ক্লাব বনাম বাসিল মরো গ্রামের মরো ক্লাবের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উক্ত ফাইনাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধিনায়ক, ৩৩বিজিবি, বলীপাড়া, থানছি, বান্দরবান বিশেষ অতিথি হিসেবে জনাব ক্যহ্লাচিং মার্মা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, থানছি, জনাব বাশৈচিং মার্মা, চেয়ারম্যান, বলিপাড়া ইউনিয়ন পরিষদ, থানছি, জনাব ক্যসাউ মার্মা, সাবেক চেয়ারম্যান, বলীপাড়া ইউপি, থানছি, ফাদার বিকাশ, পালপুরোহিত, বলীপাড়া মারিয়া চার্জ উপস্থিত থাকবেন উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানটি সভাপতিত্ত্ব করবেন জনাব মংওয়েসিং মার্মা, সচিব, বলীপাড়া ইউপি ও সভাপতি, ক্রীড়া পরিচালনা কমিটি, উক্ত টুর্নামেন্ট সকলকে ধন্যবাদ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS