Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আজ ২৮-০৫-২০১৪ইং, রোজ বুধবার বলীপাড়া ইউনিয়ন পরিষদের “ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি” ও উন্মুক্ত বাজেট সভা(২০১৪-১৫ অর্থ বছরের জন্য) অনুষ্ঠিত হয়েছে।
Details

আজ ২৮-০৫-২০১৪ইং, রোজ বুধবার বলীপাড়া ইউনিয়ন পরিষদের “ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি” ও উন্মুক্ত বাজেট সভা(২০১৪-১৫ অর্থ বছরের জন্য) অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভাসমূহের সভাপতিত্ব করেন জনাব বাশৈচিং মার্মা, চেয়ারম্যান, ৪নং বলীপাড়া ইউনিয়ন পরিষদ, থানচি, বান্দরবান। উক্ত সভায় সাবেক ইউপি চেয়ারম্যান জনাব ক্যসাউ মার্মাও উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বর্তমান ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, মৌজায় হেডম্যানগণ, স্থায়ী কমিটি সদস্য-সদস্যাগণ, পাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা/ প্রতিনিধিগণ ও ইউডিসিসি কমিটির প্রায়শই সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। ইউডিসিসি সভায় সদস্য-সচিব ও উন্মুক্ত বাজেট সভায় সঞ্চালক হিসেবে ছিলেন অত্র বলীপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব জনাব মংওয়েসিং মার্মা প্রমুখ।

Images
Attachments