Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আজ ৫ই জুন ২০১৪- বিশ্ব পরিবেশ দিবস। বলীপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) আয়োজনে বলীপাড়া ইউনিয়নের “বিশ্ব পরিবেশ দিবস-২০১৪” র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Details

আজ ৫ই জুন ২০১৪- বিশ্ব পরিবেশ দিবস। কেএনসিএফ-জাপান এর আর্থিক সহায়তা আইইউসিএন ও বলীপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে বলীপাড়া ইউনিয়নের “বিশ্ব পরিবেশ দিবস-২০১৪” র‌্যালী ও ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মংখ্যাইউ মার্মা, প্যানেল চেয়ারম্যান, বলীপাড়া ইউপি এবং সভাপতিত্ব করেন জনাব উবানু মার্মা, উপজেলা ফোকাল পারসন, বিএনকেএস, থানচি, বান্দরবান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বলীপাড়া ইউপি’র সম্মানিত সচিব জনাব মংওয়েসিং মার্মা, ইউপি সদস্য- জনাব ক্যসাপ্রু মার্মা, বলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক- জনাব ক্যশৈমং মার্মা, ডাকছৈ পাড়া কবিরাজ বহুমূমী সমিতির সভাপতি জনাব ক্যসিংমং মার্মা, বলীপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক- জনাব সাহাব উদ্দিন, ফরেষ্টার- সেকদু রেঞ্জ, বিএনকেএস এর কর্মরত কর্মকতা/ কর্মচারীগণ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

Images
Attachments